পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন পত্তাশী ইউনিয়ন শাখার আয়োজন র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবারে (১ মে) পত্তাশী ইউনিয়ন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে র্যালী বের হয়ে পত্তাশী বাজার প্রদক্ষিন শেষে পত্তাশী ইউনিয়ন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন পত্তাশী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন শেখের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে পিরোজপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর মহাজন ও বিশেষ অতিথি হিসেবে সংগঠনের জেলা শাখার সহ-সম্পাদক বেলাল গাজী উপস্থিত ছিলেন। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন পত্তাশী ইউনিয়ন শাখার উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মোঃ মাছুম হাওলাদার, সহ-সভাপতি সোহাগ শেখ প্রমুখ। এসময় স্বতস্ফূর্তভাবে শ্রমিকরা র্যালীতে অংশ গ্রহণ করেন।