……নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান।
পিরোজপুর প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব খান বলেছেন ইভিএম স্বচ্ছতার প্রতিক, ইভিএম এর মাধ্যমে সুষ্ঠ ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়া সম্ভব। যারা অসৎ দুষ্কৃতিকারি তারাই ইভিএম নির্বাচন ভয় পায়। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এর আয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ প্রথম ধাপের ভোট গ্রহন উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনাদের সঠিক দায়িত্ব গ্রহনের মাধ্যমে সুষ্ঠ ভোট গ্রহন সম্ভব হয়েছে। প্রশাসন আপনাদের সার্বক্ষনিক সহযোগীতায় থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ এর উপ মহা পুলিশ পরিদর্শক মোঃ জামিল হাসান (বিপিএম-বার), বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা রিটার্নিং অফিসার মোঃ শফিকুল হক প্রমূখ।