1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| রাত ১২:০৬|

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের পিরোজপুরে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার
  • সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২১ পড়া হয়েছে

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিকসংস্থা‘র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআইপাড়া সড়কে (সদর সার্কেল অফিস সংলগ্ন) জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মোনাজাত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার আহবায়ক হাসান মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃমমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতিবীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খায়রুল ইসলাম, সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান,পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টেলিভিশন এস এম তানভীর আহমেদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, অর্থ সচিব আবেদ আলী। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক পিরোজপুরের কথা‘র প্রকাশকও সম্পাদক মো. জহিরুল হক টিটু, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপত ও এডিশনাল পি পি ওয়াহিদ হাসান বাবু, সাংবাদিক শাহানেওয়াজ সুমন, এস এম নুরুদ্দিন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, আরটিভি প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, বিডিনিউজ ২৪ জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, ইনডেপেনডেন্ট টেলিভিশন তামিম সরদার, দৈনিক পিরোজপুর কথার স্টাফ রিপোর্টার গাজী নাসির উদ্দিন সেলিম, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার  প্রসজিৎমিস্ত্রী, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ, দৈনিক পিরোজপুর কথার স্টাফ রিপোর্টার শুভ সমদ্দারসহ উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় সংবাদিক সংস্থার জেলা শাখার সদস্য সচিব মো: মনিরুল ইসলাম চৌধুরীর অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, গুণী সাংবাদিক, লেখক, গবেষক মরহুম আলতাফ হোসেনর বর্ণাঢ্য কর্মময় জীবন, তাঁর মহান ও মহৎ কর্মগুলো নিয়ে আলোচনা করেন এবংমরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সহসংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla