1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| ভোর ৫:১৮|

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১১৬ পড়া হয়েছে

গ্রেফতার হলেন, মো. আবদুল মাবুদ (৩৯) ও মোহাম্মদ লুকমান (৫৭)। গ্রেফতার সময় তাদের কাছ থেকে ব্যবহৃত উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। শনিবার (১১ মে) থেকে শুরু করে সোমবার (১৩ মে) পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল মঙ্গলবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার এটিইউয়ের একটি দল চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. আবদুল মাবুদকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল (সোমবার) চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকা অভিযান চালিয়ে আরেক সক্রিয় সদস্য মোহাম্মদ লুকমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে প্রচার-প্রচারণা এবং অপরাধমূলক কাজে একে অন্যকে সাহায্য-সহায়তা করে আসছিলেন। তারা অনলাইন এবং অফলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এজন্য তারা আফগানিস্তান ও পাকিস্তানসহ পার্শ্ববর্তী দেশের একই মতাদর্শীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছে। গ্রেপ্তাররা ও তাদের সহযোগীরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ চালমান রেখেছে।

এছাড়াও উগ্রবাদী বিভিন্ন কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সমমনা আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে ঢেলে দিচ্ছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla