1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| ভোর ৫:৩০|

পঞ্চব্রীহি ধানে পাঁচবার ফলন; পূরণ হবে খাদ্য ঘারতি

স্টাফ রিপোর্টার
  • সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৩২ পড়া হয়েছে

পঞ্চব্রীহি ধানে পাঁচবার ফসল হবে এবং খাদ্যের ঘারতি পূরণ হবে বলে মনে করছেন গবেষকরা। গত ২৪ এপ্রিল বুধবার সকাল ১১.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের কনফারেন্স রুমে (২য় তলা) এ সেমিনার আয়োজিত হয়। সেমিনারে মূল বক্তব্য রাখেন পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক জিনবিজ্ঞানী ও ধান গবেষক আবেদ চৌধুরী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর সীতেশ চন্দ্র বাছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস আয়োজন ও সহযোগিতা করছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।
দীর্ঘদিন ধরেই ধান নিয়ে কাজ করছেন অস্ট্রেলিয়া প্রবাসী মৌলভীবাজারের জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। সেই গবেষণার ফসল হিসেবে বোরো জাতের নতুন ধান গাছ উদ্ভাবন করে চমক সৃষ্টি করেছেন তিনি। প্রথমবারের মতো একবার একটি ধান গাছ রোপণ করে একই গাছ থেকে পাঁচবার ফলন পাওয়া গেছে।
পঞ্চব্রীহি ধান একবার রোপন করলে পাঁচবার ফলন দেয়। কীভাবে ছয় বার ফসল পাওয়া যায়, তা নিয়েও কাজ করছে আবেদ চৌধুরী। পঞ্চব্রিহি ধান চাষে প্রথমবার ১১০ দিন পর ফলন আসে। পরের ফলনগুলো আসে ৪৫ দিন পরপর। একবার বোরো, দুবার আউশ ও দুবার আমন ধানের ফলন পাওয়া যায়। এ ধান প্রথমবার হেক্টরপ্রতি উৎপাদন হয় চার টন। ধানের চারা প্রতি ৪ সেন্টিমিটার পরপর রোপণ করতে হয়।
নতুন পঞ্চব্রীহি ধানের জাত বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এখন ছড়িয়ে দেওয়ার উপযোগী হয়েছে বলে জানিয়েছেন আবেদ চৌধুরী। এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। এ ধান তিনগুণ কম খরচে উৎপাদন করা যাবে বলে জানান এ বিজ্ঞানী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla