1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| ভোর ৫:৪৮|

পিরোজপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা

স্টাফ রিপোর্টার
  • সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৪ পড়া হয়েছে

 পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ২০২৪  উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ আগস্ট) সকালে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগীতায় এ কর্মসূচী পালিত হয়। র‌্যালী শেষে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তর হল রুমে পবিত্র কুরআন এবং পবিত্র গীতা থেকে পাঠ করার মধ্য দিয়ে আলোচনাসভা শুরু হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোঃ রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মমিনুল হক বকাউল, বিশেষ অতিথি হিসেবে সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম রব্বানী ফিরোজ, সনাক গভর্নিং বডির সদস্য মহিউদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন।
এ সময় এক্টিভ সিটিজেন গ্রæপের সহ-সমন্বয়ক সাংবাদিক প্রসেনজিৎ মিস্ত্রীর উত্থাপনে আত্মত্যাগীদের মধ্যদিয়ে আত্মার মঙ্গল কামনার জন্য যার যার ধর্মমতে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে মোঃ মাসুম বিল্লাহ, এসিজির ইন্টারশিপ প্রোগ্রাম-সিই সোহান শিকদার প্রমূখ।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টিআইবি’র পিরোজপুর কো-অর্ডিনেটর-সিই এম. জহিরুল কাইউম, এক্টিভ সিটিজেন গ্রæপের সমন্বয়ক এস.এম মুর্শিদ শেখ, সহ- সমন্বয়ক সাংবাদিক প্রসেনজিৎ মিস্ত্রী, সহ-সমন্বয়ক খুরশিদ জাহান প্রমূখ।


এই যুব দিবস বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলাসহ সারা বিশে^ পালিত হচ্ছে। এই দেশ সকলের। দুর্ণীতির মুক্ত দেশ গড়ার লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। যুবকদের প্রশিক্ষনের মধ্যদিয়ে বাংলাদেশের উয়ন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। বৈষম্য নিরসনে আমরা সকলে সচেতন নাগরিক হবো। প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মমিনুল হক বকাউল এসব কথা বলেন।

বিশেষ অতিথি বক্তব্যে সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ বলেন, আমাদের ভাগ্য উন্নয়নে যুবকরা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মুক্তিযোদ্ধারা এ সকল তরুণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী সাহসী আন্দোলন দেখে সন্তুষ্ট হয়েছি। তারা সাহসীকতার মধ্য দিয়ে দেশকে বিজয় করেছে। আমরা চাই তাদের মধ্য দিয়ে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, স্বচ্ছ, জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণ।
এখানে প্রতিবাদের অধিকার, বাগ স্বাধীনতার অধিকার, বৈষম্যহীন সমাজ গঠন, সমাবেশের স্বাধীনতা থাকতে হবে। সকল অপকর্মের বিরুদ্ধে আমরা সকলে রুখে দাঁড়াবো এই হোক আমাদের অঙ্গিকার।
এ সময় সনাক গভর্নিং বডির সদস্য মহিউদ্দিন আহম্মেদ বলেন, বিজয় যাতে ভূলুন্ঠিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটি সুষ্ঠ সুন্দর দেশ উপহার দিতে হবে। প্রত্যেকেই তার নিজ নিজ স্থান থেকে গতিশীল হতে হবে।

এসিজির ইন্টারশিপ প্রোগ্রাম-সিই সোহান শিকদার বলেন, আমারা শিক্ষার্থীরা ইতিমধ্যে দেশকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে দুর্ণীতিবিরোধী সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছি। শিক্ষার্থীরা রাত জেগে মন্দির, জনসাধারণের জানমালের নিরাপত্তায় কাজ করছে এবং রোড ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ট্রাফিকের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী, সচেতন নাগরিক কমিটি সনাক, এক্টিভ সিটিজেন গ্রæপ সহ টিআইবি’র ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla