1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| ভোর ৫:২৯|

পিরোজপুরে আশা শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৩৯ পড়া হয়েছে

সুদর্শন ব্যানার্জী: পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার আশা শিক্ষা কর্মসূচির আওতায় চলিশা ব্রাঞ্চের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয় পাঠদান কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

টোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আলম খান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা পিরোজপুর জেলা কার্যালয়ের ডিস্ট্রিক্ট ম্যানেজার (ডিএম) মো. আলাউদ্দীন।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা খুলনা ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মো. শহিদুল ইসলাম, আশা পিরোজপুর জেলা এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস, তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন, সহকারী শিক্ষক আরিফুল রহমান। আশিষ কুমার বিশ্বাস সভাটি সঞ্চালনা করেন।

মতবিনিময় সভায় আশা’র কর্মকর্তারা জানান, আশা শিক্ষা কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ৬৪টি বিদ্যালয়ে ১৯২টি শিক্ষা কেন্দ্র রয়েছে। সংস্থাটির শিক্ষা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫ হাজার ৫৫৩ জনসহ সব মিলিয়ে ৪ লাখ ৮৫ হাজার ৪২৬ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।

বক্তারা আরও জানান, আশা ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের সকল জেলায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ২০১১ সাল থেকে শিশু থেকে ২য় শ্রেণি, ২০২০ সাল থেকে ৩য় থেকে ৫ম শ্রেণি এবং ২০২৩ সাল থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla