আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উদযাপন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ জুন ) দুপুরে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, সাংবাদিক মোঃ নাসিম আলী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শহিদ শিকদার প্রমুখ।
ঈদ-উল আযহার দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি- আধাসরকারি, স্বায়তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, তোরণ নির্মাণ, হাসপাতাল, শিশু সদন, কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত গৃহিত হয়।
পিরোজপুরে প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া সকাল সাড়ে ৭টায় ২য় ও এবং সকাল ৮টায় ৩য় জামায়াত জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভায় জানান, জেলায় পশুর কোন ঘাটতি নাই ঘাটতি পূরণে প্রায় ৪০ হাজার গবাদী পশু রয়েছে এবং বাজার কমিটির সাথে ভ্রাম্যমাণ ভ্যাটেনারী চিকিৎসা প্রদানের আশ্বাস প্রদান করেন।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সড়কে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ রাখা, ভাড়া বৃদ্ধি না করা, বেপরোয়া গতিতে যানবাহন না চালানো নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও বাসস্ট্যান্ট ও লঞ্চঘাটে ফিক্সট টিম থাকবে এবং তাদের কাজের ভলিউম বাড়িয়ে দেবে। কোরবানীর হাটে পুলিশ কন্টোল রুম এবং জালনোট সনাক্ত করণ মেশিন থাকবে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলেতে যানবাহন গতিসীমা নির্ধারণ স্পীডগান মেশিন বসানো থাকবে। এসময় বিআরটিএ গাড়ীর গতিসীমা নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেছে।
গরুর হাটে কিংবা যাত্রাপথে মলমপার্টি, সংঘবদ্ধ অপরাধীচক্রের হাত থেকে সাধারণ যাত্রীদের সুরক্ষা প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর জোর দিয়েছে প্রশাসন। এ সময় বাজারদর সাধারণ জনগণের ক্রয় সীমার আওতায়, নির্দিষ্ট স্থানে কোরবানী ও বর্জ অপসারণের অনুরোধ করা হয়।
সভায় জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,ফায়ার ডিভেন্স, বিআইডব্লিউটিএ, লঞ্চ ও বাস মালিক সমিতির, ইমাম সমিতির নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।