পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে (৩০ এপ্রিল) মঙ্গলবার দুপুরে এসডিএফ এর মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতিসভাকক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পিরোজপুর জেলা অফিসের উদ্যোগে এ মাতৃত্বকালীন ভাতা বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাধবী রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আঞ্চলিক ব্যবস্থাপক স্বাস্থ্য ও পুষ্টি (ভারপ্রাপ্ত) ডাঃ মুক্তা পাশা, এস ডিএফ এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন, জেলা কর্মকর্তা মোঃ মেজবা উর রহমান প্রমূখ।
পিরোজপুর জেলার আওতাধীন পাঁচটি ক্লাস্টারের অধিনে থাকা ১২৫টি গ্রাম সমিতির মোট ৩৯৫ জন উপকারভোগীর মাঝে ২হাজার ৪ শত টাকা করে মোট ৭ লক্ষ ৮০হাজার টাকা মাতৃত্বকালীন ভাতা হিসাবে বিতরণ করা হবে। প্রতিজন উপকারভোগী মোট ৯ হাজার ৬শত টাকা পাবেন যা সমান চারটি কিস্তিতে প্রদান করা হবে।
প্রথম কিস্তির ২ হাজার ৪ শত টাকা পূর্বে বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা (৩০ এপ্রিল) মঙ্গলবার প্রধান অতিথির হাত থেকে বিতরণ করা হয়। এসময় এসডিএফ এর সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।