পিরোজপুর প্রতিনিধিঃপার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) এর ভূমিসেবা বিষয়ক কমিউনিটি এ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) পিরোজপুর জেলা শহরের ৫নং ওয়ার্ডের সি.আই.পাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন বলেশ^র কোচিং সেন্টারে এ্যাকটিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি) এর আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পিরোজপুর এর সহযোগিতায় এসভা হয়। অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার ফলে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। যাদের ভূমিসেবা সম্পর্কে কোন ধারনা নেই তারা দালালদের হাতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। সভায় সনাক সদস্য মো: লুৎফর রহমান খানের সভাপতিত্বে সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ তুলে ধরেন বক্তব্য রাখেন টিআইবি ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিই মো: ফিরোজ উদ্দিন, এরিয়া কোঅর্ডিনেটর-সিই এম. জহিরুল কাইউম, কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান, ভূমি বিষয়ক এসিজি সনাক পিরোজপুর এর সমন্বয়ক মো. মুর্শিদ সেখ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, স্থানীয় জনপ্রতিনিধি মোল্লা আলী আহম্মেদ, এজাজ সরদার, মো: ছাউফুল্লাহ খান, মো: সবুর শেখ, মনিরুজ্জামান মাসুম সেখ, সদর এসিজি সহ-সমন্বয়ক প্রসেনজিৎ মিস্ত্রী, সাংবাদিক হাসান মামুন, সুদর্শন ব্যানার্জি, এসিজি সদস্য সাকিয়া জামান মীম, তানজিলা আক্তার ও খুরসিদ জাহান সহ স্থানীয় অংশগ্রণকারীরা। তারা বলেন, ভূমি মন্ত্রণালয় চেষ্টা করছে খুব সহজেই মানুষকে ভূমিসেবা প্রদানের জন্য। খাজনা এখন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। নামজারী আবেদনও অনলাইনের মাধ্যমে করতে হয়। ইতিমধ্যে দালালের হাত থেকে মানুষদের রক্ষা করার জন্য সরকার সেবাগ্রহীতাদের জন্য প্রতিটি জেলায় ভূমিসেবা বিষয়ে প্রশিক্ষণ চালু করার পরিকল্পনা করছে। বর্তমানে গড়ে ২৮ দিনে নামজারী আবেদন নিস্পত্তি করা হয়ে থাকে। ভূমি সম্পর্কিত যেকোন তথ্য জানান জন্য ১৬১২২ হটলাইন নাম্বারে কল করার আহŸান জানান বক্তারা। তবে কিছু মামলা ও কিছু নদী বেষ্টিত হওয়ার কারণে শতভাগ হোল্ডিং অনলাইন করা যাচ্ছে না। ভূমি সম্পর্কিত বিষয়গুলো শুধু সহকারী কমিশনার (ভূমি)-এর আওতায় না, এর সাথে সাব-রেজিষ্ট্রী অফিস ও সেটেলমেন্ট অফিসও রয়েছে। তাই সনাকের ভূমি বিষয়ক যেকোন অ্যাডভোকেসি বা জন সমাবেশে ভূমিসেবা প্রদানকারী তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে রাখা প্রয়োজন। এধরনের সভাগুলোতে ভূমি কর্মকর্তাদেরও রাখার আহŸান জানান। বক্তারা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া কোন কাজ এগিয়ে নেওয়া সম্ভব না। এ মিটিং করে যে সকল মতামত বা সুপারিশ পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে।