পিরোজপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সদস্যদের নিয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর টিআইবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক এস.এম মুর্শিদ শেখের সভাপতিত্বে মিটিংএ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টিআইবি এর পিরোজপুর এরিয়া কো-অর্ডিনেটর -সিই এম. জহিরুল কাইউম,অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সহ-সমন্বয়ক প্রসেনজিৎ মিস্ত্রী , সহ-সমন্বয়ক খুরশিদ জাহান, এসিজির ইন্টার্নশিপ প্রোগ্রাম -সিই মোঃ সোহান শিকদার, এসিজি সদস্য অপু হালদার, ফাহিমা আক্তার, তানজিলা আক্তার, স্বর্ণালী হালদার, শচীন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
সভায় কার্যক্রমের আপডেট শেয়ারিং, পরবর্তী পরিকল্পনা, কমিউনিটি মনিটরিং কমিউনিটি এ্যাকশন সভার বিষয়ে আলোচনা, প্রস্তাব এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।