1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| সকাল ৯:৫৮|

পিরোজপুর ঘূর্ণিঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতি; মৃত্যু-২

পিরোজপুর প্রতিনিধি:
  • সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১১৬ পড়া হয়েছে

  • পিরোজপুরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতি, লন্ডভন্ড হয়ে গেছে কয়েকশ বাড়িঘর। এ ঝড়ে গাছচাপায় এক নারী ও ঝড়ের কবলে পড়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।রবিবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং দমকা বাতাস ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিটের এ ঝড়ে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার গাছ উপরে পড়ে কয়েকশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঝড়ের তান্ডব শুরু হলে জেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছপালা ভেঙে বরিশালের সড়কে পড়ে যোগাযোগসহ বিভিন্ন এলাকার সাথে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় সব সড়কের যোগাযোগ ব্যবস্থা।
    এ সময় পৌর এলাকার নিকটবর্তী শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে একটি ঘরে গাছচাপা পড়ে রুবী বেগম নামের গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধূর মেহেজাবিন নামের ছয় বছরের একটি কন্যা শিশুও গুরুতর আহত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। এছাড়া বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে অনিল পালের মৃত্যু হয়েছে।
    জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রমজান আলী জানান, ঘুর্ণিঝড়ে আহত রুবি নামের গৃহবধূ মৃত্যু হয়েছে। আহত তার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ‍খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের অপর সূত্র জানায়, এ ঝড়ে এখন পর্যন্ত আহত ২০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
    শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমির হোসেন মাঝি জানান, ঝড়ের সময় চারিদিকে অন্ধকার হয়ে এলে অনিল পাল নিজ বাড়িতে ফেরার পথে ঝড়ের কবলে পরে মৃত্যু হয়। খালে ভাসতে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
    পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুজ্জামান বলেন, ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। অন্য জনকে পানিতে পাওয়া গেছে বলে শুনেছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla