পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফারুক আহম্মেদ সরদার সভাপতি মোঃ শহীদুল হক খান পান্না সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাজ শেখর দাস ঘোষণা করেন ।
নির্বাচনে সভাপতি পদে ফারুক আহম্মেদ সরদার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলাউদ্দিন খান পেয়েছেন ৯২ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শহীদুল হক খান পান্না। তিনি পেয়েছেন ১৩৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমডি আউয়াল মিয়া পেয়েছেন ১০৫ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন – সহ-সভাপতি মো. জাকির হোসেন কাজী ও মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি ও মিসেস রহিমা আক্তার হাসি, অর্থ সম্পাদক সুখরঞ্জন দেউরী, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক আব্দুল হালিম শরীফ, আপ্যায়ন সম্পাদক সুজন কুমার গাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. এ হালিম হাওলাদার, খেলাধুলা সম্পাদক আকন্দ রুহুল আমিন, হিসাব নিরীক্ষক সম্পাদক আবুল কালাম আজাদ তালুকদার। সদস্য পদে নির্বাচিতরা হলেন-উত্তম কুমার ঘোষ, আনোয়ার হোসেন তালুকদার (স্বপন),উত্তম কুমার হালদার, শফিকুল ইসলাম স্বপন, সেলিনা সুলতানা, মো. মিজানুর রহমান ও আনোয়ার হোসেন আকন।