পিরোজপুরে বাংলাদেশ জুয়েলার্স এসেসিয়েশন বাজুস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতি পিরোজপুর জেলা শাখার আয়োজনে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে পিরোজপুর শহরের স্বর্ণকার পট্টি থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় স্বর্ণকার পট্টি জেলা জুয়েলার্স সমিতির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয় এবং কেক কাটা হয়।
এ সময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি দীলিপ সর্বন, সাধারণ সম্পাদক পদে রিপন দত্ত, সহ-সভাপতি বোরহান মল্লিক, বিকাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উত্তম রায়, কোষাধ্যক্ষ তপন কুমার কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন।