সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পিরোজপুর শহরের বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো।
শহরের সরকারি- বেসরকারি ও ব্যবসায় প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে একটি বিজয় র্যালী বের হয়ে জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় তিনি বিজয় মেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন। বিজয় মেলা উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ প্রমূখ।