1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| ভোর ৫:২৭|

পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৩ পড়া হয়েছে

করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার (৫ জুন) সকালে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তন থেকে জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর যৌথ উদ্যোগে একটি র‌্যালী জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ বিজ্ঞান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, এনএসআই এর যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাদের, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, সাংবাদিক মোঃ নাসিম আলী, এরিয়া কো-অর্ডিনেটর এম. জহিরুল কাইউম প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (সাধারন শাখা) মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় বন্ধু ফাউন্ডেশন, ইয়েস সদস্য ও এসিজি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla