স্টাফ রিপোর্টার :মেধা ও মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে উৎসম মুখর পরিবেশে ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল এবং মিনি ম্যারাথন দৌড়-২০২৪ “কৈশোর কর্মসূচি” আওতায় সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৬ মে)পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এর আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই আয়োজনের অংশ নেয় বিভিন্ন ইউনিয়নের ১০০ জন প্রতিযোগি। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সত্যি একটি মনে রাখার মত কর্মসূচি কারণ একমাত্র রিক ব্যতীত অন্য কোন সংগঠন কৈশোর কর্মসূচি গ্রহণ করে না, ব্যতিক্রমী এ আয়োজনে ধন্যবাদ জানান তিনি। কৈশোর কর্মসূচি উপজেলা প্রোগ্রাম অফিসার জয় কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সরকারি সোরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ পান্না লাল রায়। এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রিকের জোনাল ম্যানেজার এ.বি.এম জাহিদুল কবির, এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান ও সাংবাদিক হাসান মামুন প্রমূখ।