স্টাফ রিপোর্টার: পিরোজপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে রেজিলিয়েন্স এন্ট্রারপ্রেনিউরশীপ এ্যান্ড লাইভলীহুড ইনপ্রুমেন্ট (আরইএলআই) প্রকল্পের উদ্যোগে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতিসভাকক্ষে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাধবী রায়ের পক্ষে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিকী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ এর পিরোজপুর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন, সভা সঞ্চালনা করেন এসডিএফ এর জেলা কর্মকর্তা (আইসিবি) মোঃ মেজবা উর রহমান।
এ সময় ১৫ জন শিক্ষার্থীদের মাঝে ২য় কিস্তি ২৪ হাজার টাকা বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। প্রতিশিক্ষার্থী ৩ কিস্তিতে পাবেন মোট ৭২ হাজার টাকা। যার প্রথম কিস্তির ২৪ হাজার টাকা ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি: প্রদান করা হয়েছে। এ সময় সহকারী ভূমি অফিসারবৃন্দ, এসডিএফ এর জেলা কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।