পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে জেলা শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের দি গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ছালাম বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বরিশাল বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বেগম এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, জেলা বিএনপি ১নং সদস্য এডভোকেট আবুল কালাম আকন, এডভোকেট নুরুল ইসলাম সরদার শাহাজাহান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু প্রমুখ।
এ সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কর্তৃক বিএনপি নেতা কর্মী গুম, খুন, পিলখানা হত্যাকান্ড, শাপলা চত্ত¡রে হত্যাসহ ব্যাপক দুর্নীতি । কোটা বাতিল আন্দোলনে সহস্রাধীক ছাত্র জনতাকে হত্যার বিচারে দাবী করেন বক্তারা।
সমাবেশে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।