1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২১শে ডিসেম্বর ২০২৪| ৬ই পৌষ ১৪৩১| শনিবার| দুপুর ২:৩৪|

পিরোজপুরে সনাক-ইয়েস-এসিজি এর অভিজ্ঞতা বিনিময় সভা 

স্টাফ রিপোর্টার
  • সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৮ পড়া হয়েছে

পিরোজপুরে সনাক-ইয়েস-এসিজি এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি আয়োজনে বুধবার (২০ নভেম্বর) শহরের কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে  বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব:) জলিল আকন, সনাকের সাবেক সভাপতি এ্যাড. শহিদুল্লাহ খান, সনাক সদস্য রমা রানী সাহা,  শাহ আলম শেখ, সাংবাদিক এম এ খালিদ আবু, টিআইবির পিরোজপুর কার্যালয়ের এরিয়া কোঅর্ডি নেটর- সিই এম জহিরুল কাইউম, এসিজি সমন্বয়ক মোর্শেদ শেখ, সাংবাদিক প্রসেনজিৎ মিস্ত্রী, ইয়েস সদস্য সোহন শিকদার প্রমূখ।

অভিজ্ঞতা বিনিময় সভায় সনাক কার্যক্রম, সফলতা, চ্যালেঞ্জ ও সুপারিশ, দুর্নীতিবিরোধী আন্দোলনের বাঁধা ও সুপারিশ সম্পর্কে  আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে মুক্ত আলোচনা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।সনাক-ইয়েস-এসিজি প্রতিনিধিরা সভায় টিআইবি গত এক বছরে পিরোজপুরে তাদের কার্যক্রম তুলে ধরেন।  এ সময় সনাক-ইয়েস-এসিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla