নাজিরপুর প্রতিনিধি:
প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পরিচালিত ‘আইটি সার্ভিস প্রভাইডার’ ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) নাজিরপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উপজেলা আইসিটি অফিসার মোঃ আবুল হাসান এর সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজ, সহকারী নেটওয়ার্ক ইন্জিনিয়ার এবং কোর্স প্রশিক্ষক রাকিবুল আলম, ইয়ামিন আহমেদ প্রমূখ।
প্রধান অতিথি অরূপ রতন সিংহ বলেন ‘প্রশিক্ষণ কখনো বৃথা যায়না জীবনে কাজে আসবেই’ প্রশিক্ষনার্থীরা যাতে এই প্রশিক্ষণ শেষ ফ্রিল্যান্সিং করে আয় করতে পারে তার জন্য প্রশিক্ষণটি গুরুত্বের সাথে করার আহবান জানান তিনি আরও বলেন যে, বিনামূল্যে ল্যাপটপ প্রদান নারীদের এগিয়ে যাওয়ার পথকে আরো সহজ করবে।
অনুষ্ঠানে সভাপতি মো আবুল হাসান বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ল্যাপটপ প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে একজন অর্থিকভবে স্বনির্ভর নারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন। সর্বদা নিজ নিজ কাজের ক্ষেত্রে নিয়মিত দক্ষতা অর্জনের মধ্যেমে মার্কেটপ্লেসে নিজেদের অবস্থান দৃঢ় করার পরামর্শ প্রদান করেন।
এ সময় ‘আইটি সার্ভিস প্রভাইডার’ ব্যাচের ৮০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য আইসিটি অধিদপ্তরের হার- পওয়ার প্রকল্পের মাধ্যমে গত ২০২৩ সাল থেকে সারা দেশের ৪০টি জেলার ১৩০টি উপজেলায় এ প্রশিক্ষণ কর্যক্রম চলমান রয়েছে ।