1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| রাত ১২:৪৪|

বাবার দেখানো পথেই পা রাখালেন শুদ্ধ; অভিষেক হবে বড় পর্দায়

স্টাফ রিপোর্টার
  • সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৬১ পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: বাবার দেখানো পথেই চলছেন শুদ্ধ। বড় পর্দায় পা রাখছেন চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ চৌধুরী। এবার মুক্তি পেতে চলেছে মনোগামী। সেই ছবির হাত ধরেই অভিষেক হবে শুদ্ধর। বড় পর্দায় শুদ্ধ চৌধুরীর অভিষেক মনোগামী ছবিটির পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। এই বাংলাদেশি পরিচালকের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে এবং সেখানেই তাঁর সঙ্গে থাকবেন তাঁর ছেলে শুদ্ধও। আর এই কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী এদিন ছেলের জীবনের এই নতুন অধ্যায়, সিনেমা জগতে পা রাখার কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুদ্ধ শুধুই আমার সন্তান নয়। ও আমার কাছে একটা অন্য রকমের অনুভূতি।

ওকে নিয়ে অনেক ছোটবেলা থেকেই গান গাইতাম। ও বড় হয়ে বড় সঙ্গীতশিল্পী হবে এই আশায় নয়, গানটা ভালোবাসুক এই আশায়। ও এখন নিজেই প্রচুর গান শোনে, গান ভালোবাসে। অভিনয়েও ওর সমান আগ্রহ আছে।
এরপর মনোগামী ছবির সাংবাদিক সম্মেলনে এসে শুদ্ধ চৌধুরী বলেন,’বাবার সঙ্গে বহুবার বহু ছবির শ্যুটিংয়ে গিয়েছি। কিন্তু এবারের অনুভূতি একেবারে আলাদা। বাবার সঙ্গে অভিনয় করব বলে খুবই চাপে ছিলাম। মনোগামী আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’তিনি আরও বলেন, বাবার কারণেই সকলে তাঁকে চেনেন, বাবার সাথে এই প্রথম ছবিতেই একসঙ্গে কাজ করে আমি খুব খুশি।
মনোগামী ছবিতে রিয়েল লাইফ যেন মিলেমিশে গিয়েছে। এই ছবিতে চঞ্চলের ছেলের চরিত্রে দেখা যাবে শুদ্ধকে। মনোগামী ছবিতে অন্যান্য চরিত্রে আছেন আমিনো হোসেন, জেফার রহমান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla