1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| রাত ১২:২৭|

বিটিসিএলের সাবেক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩০ পড়া হয়েছে


বরিশাল প্রতিনিধি: দুর্নীতির দায়ে দুদকের মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির এক অবসরপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২০ মার্চ) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই রায় দেন। দণ্ডিত মুনসুর আলী জোয়ার্দ্দার কুষ্টিয়া সদর উপজেলার বড় আটলাচাড়া এলাকার বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কবির তালুকদার সুপার মার্কেটে দোকান নেন উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম খান। তার ছেলে প্রিন্স খানের মাধ্যমে ওই দোকান পরিচালনা করতেন। ২০০৩ সালের ৮ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিটিসিএলের ২৪টি সংযোগ নিয়ে ব্যবসা করে ১৭ লাখ ৯২ হাজার ৮২৩ টাকা বিল পরিশোধ করেননি। এ ঘটনায় ২০০৪ সালের ১৬ অক্টোবর বরিশাল জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক হুমায়ন কবির বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। বিচারক ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে লাইনম্যান এমদাদ হোসেনের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে খালাস দেন।

দুদকের বরিশাল জেলার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর প-বিভাগীয় প্রকৌশলী ইব্রাহিম খান, উপ-বিভাগীয় প্রকৌশলী মুনসুর আলী জোয়ার্দ্দারও লাইনম্যান এমদাদ হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla