1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| ভোর ৫:২১|

মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাইর মৃত্যু গ্রেফতার -১

স্টাফ রিপোর্টার
  • সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৩ পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নবী হোসেন (৬৫) নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হামলার আট দিন পর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার বড় ভাই নবী হো‌সে‌নের মৃত্যু হয়। এঘটনায় জড়িত ইলিয়াছ পাহলান (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। হামলার শিকার মৃত নবী হোসেন বড়মাছুয়া গ্রামের আফেজ উদ্দিন হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগে‌ছে, মৃত নবী হোসেনের আপন ছোট ভাই শহিদ হাওলাদারের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। এর
জেরে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সুযোগে গত ৭ আগস্ট বুধবার সকালে বসত ঘরে ঢুকে ছোট ভাই শহিদ হাওলাদার ও তার দলবল দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও বসত ঘর ভাংচুরসহ ঘরের মালামাল লুট করে। এতে বড় ভাই নবী হোসেন গুরুতরও আহত হয়। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহত নবী হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তরের জন্য পরামর্শ দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কার‌নে তাকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেয় পরিবার। রবিবার তার অবস্থার অবনতি ঘটলে পূনঃরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় নবী হো‌সেন মারা যান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রাজিব বলেন, লাশ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় নবী হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছিল। ওই মামলা‌টি তদন্ত করে হত্যা মামলায় রূপান্ত করা হবে। এঘটনায় এজাহার নামীয় ইলিয়াছ পহলানকে গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla