পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনে রবিবার (৯জুন) দোয়াত কলম প্রতীক নিয়ে বায়েজিদ হোসেন খান জয় লাভ করেছেন। এদিকে নির্বাচনকে ঘিরে আইন শৃংখলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়েজিদ হোসেন খান দোয়াত কলম প্রতীক নিয়ে ৫৩ হাজার ৭৬৫ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৩২৮ভোট।
উল্লেখ্য, উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে রেমালের তাণ্ডবের কারণে স্থগিত হয়ে যায়। যা ৯জুন রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ভাইস্- চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ৪৮ হাজার ৭০১ পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন টিয়া পাখি প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৬ হাজার ১৫১ ভোট।
কলস প্রতীকে তাহেরুন নেছা ৪৮ হাজার ৩১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে মহিলা ভাইস্- চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।