পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, মানবাধিকার নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর সংখ্যালঘু সম্প্রদায় জোটের নেতারা।
শনিবার (২ নভেম্বর) বিকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে সংখ্যালঘুদের ৮ দফা দাবী ও সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাম্প্রদায়িক সহিংসতা অবসানের লক্ষ্যে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট হরেন্দ্র নাথ অধিকারী, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দীলিপ কুমার মাঝি, সদর উপজেলা শাখার সভাপতি দীপঙ্কর মাতা, মতুয়া মহাসংঘের অরবিন্দু রায়, ছাত্র ঐক্য পরিষদের পলাশ মিস্ত্রী, জয়দেব চক্রবর্তী, এ্যাডভোকেট সমর কৃষ্ণ দাস লিটু, শিব নারায়ন প্রমূখ।
এ সময় বক্তারা, অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, মানবাধিকার নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঐক্য পরিষদে মিলিত হয়। এ সময় ঐক্য পরিষদ, শিক্ষক, ছাত্র, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, ডুমরিতলা শ্রীগুরু সংঘ, মতুয়া মহাসংঘ ও মঠ মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।