দিপঙ্কর রায়, পিরোজপুর:
শোষণ বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণে পিরোজপুরে কমিউনিস্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পিরোজপুর জেলা শাখার সভাপতি ডাঃ তপন বসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য অধক্ষ মিজানুর রহমান সেলিম, জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাহাদুর খান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি দীপক শীল প্রমূখ। এ সময় , সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, দুর্নীতি-লুটপাট ও দখলদারিত্ব বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী করেন বক্তরা।
সামাবেশে বক্তরা আরো বলেন পাটকল , চিনির কলসহ সকল বন্ধ কলকারখানা খুলে দিতে হবে। সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট, চাঁদারি দাবী, অগ্নি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারেরর আওতায় নিয়ে আসতে হবে। জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের দ্রুত বিচার দাবী জানান।