পিরোজপুর প্রতিনিধি: “প্রধানমন্ত্রীর উপহার, সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিজ আমিষ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জেলা প্রাণিসম্পদ দপ্তর বাস্তবায়নে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পবিত্র মাহে রমজানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৭ মার্চ বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে ভ্রাম্যমাণ কার্যক্রমের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রানা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শুভংকর দত্ত প্রমূখ। এ সময় বক্তারা বলেন, আমাদের এই ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম ১৬তম রমজান থেকে ২৮তম রমজান পর্যন্ত চলমান থাকবে। সারা দেশের ন্যায় পিরোজপুরেও এসব পণ্য পাওয়া যাবে। এই কর্মসূচীতে তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা এবং ১ ডজন ডিম ১০০ টাকা দরে বিক্রি করা হবে।