আফগানিস্তানের গজনি প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে ৯ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার গজনির প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা হামিদুল্লাহ নিসার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রদেশে গেরু জেলায় এ ঘটনা উল্লেখ করে হামিদুল্লাহ নিসার বলেন, আফগানিস্তানে ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে।
যে মাঠে মাইনটি পোঁতা ছিল, তার কাছেই খেলছিল শিশুরা। বিস্তৃত এলাকাজুড়ে ল্যান্ডমাইন, মর্টারসহ বিভিন্ন বিস্ফোরক পুঁতেছিল সোভিয়েত বাহিনী। যার অধিকাংশই এখনও নিষ্ক্রিয় করা হয়নি। সে কারনেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।