ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বজ্রপাতে দুই নারী ও এক শিশু মৃত্যু হয়েছে। হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও শিশু মাহিয়া আক্তার ঈশানা (১১) । গত (৭ এপ্রিল) রবিবার সকালে জেলার পৃথক এলাকায় বজ্রপাতের এ ঘটনায় মৃত্যু ঘটে। নিহত শিশু মাহিয়া আক্তার ঈশানা পোনাবালিয়ার ইছালিয়া গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে এবং স্থানীয় আফছার মোমেরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অপর নিহত দুই গৃহবধূর মধ্যে মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট এবং হেলেনা বেগমের বাড়ি কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে। তারাও বৃষ্টিতে মাঠে থাকা গবাদিপশুকে বাড়ি আনতে গিয়ে বজ্রপাতে পতিত হন। নিহতদের পরিবারে এখন চলছে শোকের মাতম।ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, বৃষ্টির মধ্যে মাঠে থাকা গবাদি পশুকে ঘরে আনতে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে পৃথক স্থানে এদের মৃত্যু হয়।