পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও পূজা উদযাপন পরিষদের পিরোজপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসুর উপর নির্মম হামলা সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৩টার দিকে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠী এলাকার নিজ বাসভবনে ঢুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানাগেছে, দুর্বৃত্তরা বাসভবনের ছাদে উঠে ২য় তলার সিড়ির ক্লপসিবল গেট ভেঙ্গে প্রবেশ করে ডাকাতিসহ গোপাল চন্দ্র বসুর উপর এ দুর্ধর্ষ হামলা চালায়। এ সময় ধারাল অস্ত্রের আঘাতে গোপাল চন্দ্র বসু (মাথায়) গুরুতর জখম হয়।
তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।