1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| সকাল ১০:৪৩|

পিরোজপুরে রাসেল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ পড়া হয়েছে

পিরোজপুরে শত্রুতার জের ধরে রাসেল (২২) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত রাসেল পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের পুত্র। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শহরে বিক্ষোভ  ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাবাসীরা।

মানববন্ধনে রাসেল হত্যার বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন পিরোজুপর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সরদার জিয়াউল আহসান টিপু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন মীর, নিহতের চাচা ইমরান মীর, বশির সিকদার প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তার বন্ধুরা। এর জের ধরে রাসেলের উপর প্রতিশোধ নিতে বিভিন্ন সময়ে রাসেলের উপর নজর রাখতো তারা।
রাসেলের স্বজনরা জানায়,  রাসেল মঙ্গলবার দুপুরে সাবেক উপজেলা ভাইস্-চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেনের সাথে তার বাড়িতে দেখা করে ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে লাঠি নিয়ে রাসেলের উপর হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা রাসেলকে জিআইপ পাইপ, লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে।  আহত অবস্থায় তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে রাসেলের মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, এ ঘটনায় নিহত রাসেলের বোন মায়া আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার পরে অভিযান চালিয়ে প্রধান আসামী মো. রিয়াজুল ও মিরাজুলকে বুধবার সকালে ঢাকার শ্যামলী থেকে গ্রেফতার করেছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla