জয়বাংলা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হবে হাতিরঝিলে ৭ জুন। রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটে ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ম্যারাথনের ওয়েবসাইটের উদ্বোধন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এ ম্যারাথনের আয়োজন করা হবে। ১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের জন্য বিখ্যাত। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ম্যারাথন প্রতিযোগীতা ৭ তারিখ নির্ধারণ করা হয়েছে। “জয় বাংলা ম্যারাথন-২০২৪” প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশনসহ প্রতিযোগিতার সব আপডেট সম্বলিত ওয়েবসাইট joybanglamarathon.com উদ্বোধন করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
আয়োজকরা জানান, হাফ ম্যারাথন প্রতিযোগিতায় চারটি কাটাগরিতে মোট পাঁচ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। প্রতি ক্যাটেগরিতে বিজয়ী ১০ জনকে পুরষ্কারের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকবে জার্সি, মেডেল ও সার্টিফিকেট।
ম্যারাথনের সময় পুরো ট্র্যাক জুড়ে দৌড়বিদদের নিরাপত্তার জন্য একাধিক মেডিকেল টিম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেবে পুলিশ। ১৬ বছরের বেশি বয়সী যেকোনো নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।