স্টাফ রিপোর্টার: “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ শ্লোগানকে ধারন করে পিরোজপুরে জাতীয় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন উপলক্ষ্যেসাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং বৃহস্পতিবার দুপুরে জেলার সিভিল সার্জনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় মেডিকেল অফিসার ডা, আরিফ হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.সাজিয়া নওরিনসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং-এ সিভিল সার্জন গণমাধ্যম কর্মীদেরকে জানান, ১ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় পিরোজপুরে ১২-৫৯ মাস বয়সের ১ লক্ষ ১৯ হাজার ৫০৪ এবং ৬-১১ মাস বয়সের ১৪ হাজার ৬৮৭ জন শিশুকে লাল ও নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুর খাওয়ানো হবে। সভায় জানানো হয়, ১ হাজার ৩৬২টি কেন্দ্রে এই কার্যক্রম সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।