1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| ভোর ৫:৩৬|

পিরোজপুরে রথযাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপী উৎসব 

স্টাফ রিপোর্টার
  • সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১০ পড়া হয়েছে

পিরোজপুরে রথযাত্রা উৎসব উপলক্ষে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৭ জুলাই) ভোরে মঙ্গলারতি, দর্শনারতির মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। মহা সংকীর্তন সহযোগে বিকেলে রথের  বর্ণাঢ্য মঙ্গলযাত্রা রায়েরকাঠী থেকে শুরু হয়ে শহরের পালপাড়া এসে ইসকন মন্দিরে মিলিত হয়।  এসময় হাজার হাজার ভক্তবৃন্দ মঙ্গলযাত্রায় অংশগ্রহণ  করেন।

আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ (ইসকন) পিরোজপুর এর উদ্যোগে রথযাত্রা উৎসব উপলক্ষে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পিরোজপুর শহরের রায়েরকাঠী শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে সকাল ১০টা ৫ মিনিটে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও ভজন কীর্ত্তন, দুপুর ১২টা ৫ মিনিটে শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলামৃত পাঠ এবং দুপুর ১টা ৫ মিনিটে শ্রীশ্রী জগন্নাথ দেবের ভোগারতি শেষে শ্রীশ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এছাড়াও   ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংহ আরতি, ভজন কীর্ত্তন এবং শ্রীশ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হবে। ১৫ জুলাই উল্টো রথ যাত্রার দিনে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও ভজন কীর্ত্তন আলোচনা সভা এবং মহাসংকীর্তন সহযোগে উল্টো রথের বর্নাঢ্য মঙ্গলযাত্রা ও র‌্যালী পালপাড়া ইসকন মন্দির থেকে শুরু হয়ে রায়েরকাঠী ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla