পিরোজপুরে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হয়েছে রথযাত্রা উৎসব।সোমবার (১৫ জুলাই) বিকালে পিরোজপুর শহরের রাজারহাট মন্দির থেকে কৃষ্ণনগর, পালপাড়া ইসকন মন্দির থেকে রায়েরকাঠি ইসকন মন্দিরে মহা সংকীর্তন সংযোগে মঙ্গলযাত্রার মধ্যদিয়ে ৯ দিনব্যাপী এ রথযাত্রা মহা উৎসবের সমাপন হয়।
উল্টো রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় শ্রীশ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়। ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও ভজন কীর্ত্তন, শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলামৃত পাঠ এবং শ্রীশ্রী জগন্নাথ দেবের ভোগারতিসহপ্রতিদিন তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংহ আরতি, ভজন কীর্ত্তন এবং শ্রীশ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এদিকে রথযাত্রা উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পিরোজপুর সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিম, বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন যথাযথ দায়িত্বের সাথে কাজ করেছেন।