1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| ভোর ৫:৫৬|

পিরোজপুরে জন্মাষ্টমীতে র‍্যালি ও আলোচনাসভা

স্টাফ রিপোর্টার
  • সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬০ পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে শহরের মদনমোহন জিউর মন্দির থেকে জন্মাষ্টমী উৎসব উৎযাপন কমিটি, পিরোজপুর আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ (ইসকন), পূজার আলো গ্রুপসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশ নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট হরিসভা মন্দিরে গিয়ে শেষ হয়।

শহরের মদনমোহন জিউর মন্দিরে আলোচনাসভায় জন্মাষ্টমী উৎসব উৎযাপন কমিটির আহবায়ক সুনিল চন্দ্র চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন(শিক্ষা ও আইসিটি), বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন, জেলা বিএনপির অধ্যাপক আলমগীর হোসেন, মির্জা জহুরুল হক, সাবেক ভাইস্ -চেয়ারম্যান ডাঃ তপন বসু, জেলা পূজা উদযাপন পরিষদের এ্যাড. দিলীপ মাঝি, দোলাগুহ, মিন্টু মাতা প্রমূখ।

র‌্যালী শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। দেশের ক্ষয়ক্ষতি, অস্থিতিশীল পরিস্থিতি ও বন্যায় দুর্গতদের সমবেদনা জানিয়ে জন্মাষ্টমী উৎসবটি  অনাড়ম্ব পালন করা হয়েছে।এ দিন সন্ধ্যায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে কেন্দ্র করে পিরোজপুরের মন্দির গুলোতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা এবং বিশ্ব শান্তির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla