1. jagotbangla24@gmail.com : jagotbangla :
  2. socialhomie@gmail.com : social9f82d76e :
  3. stevenhan@benikemetals.com : user_0d9a78 :
  4. fwqn0njm@gmail.com : www.jtieh.aqw - jfpah lqw lniq :
২৩শে ডিসেম্বর ২০২৪| ৮ই পৌষ ১৪৩১| সোমবার| সকাল ৬:০৪|

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ পড়া হয়েছে
ময়মনসিংহ ডিবি পুলিশ এস আই মোঃ আলাউদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বওলা ইউপির সুতারপাড়া চৌরাস্তা বাজারের আঃ জলিলের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ২০ সেপ্টেম্বর রাত ০১.৪৫ টায় ৩টি ধারালো লম্বা ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্সসহ ডাকাত দলের সক্রিয় সদস্য আসামী মোঃ জসিম মিয়া (২১), পিতা-জিয়াউল ইসলাম, মাতা-রানী খাতুন, সাং-পাড়াইল (সনে মন্ডলের বাড়ী), ১১নং ঘাগড়া ইউপি, মোঃ স্বাধীন মিয়া (১৯), পিতা-মোঃ ছাদেক আলী ড্রাইভার, মাতা-মোছাঃ শিলা আক্তার, সাং-মধ্যবাড়েরা খাঁ বাড়ী,প্রিন্স অনিক মন্ডল(১৯),পিতা-হান্নান মন্ডল, মাতা- ফাতেমা বেগম, সাং-মাসকান্দা স্টাফ কোয়াটার, ১২৫ দিগারকান্দা নামাপাড়া, ফজলে রাব্বী (২১), পিতা-মৃত কাশেম আলী, মাতা-লাইলী বেগম, সাং-মাসকান্দা স্টাফ কোয়াটার, ১২৫ দিগারকান্দা নামা পাড়া, মোঃ আবু নাঈম (১৯), পিতা-আবুল কালাম, মাতা-বেগম, সাং-চরপাড়া পুরাতন পপুলারের পিঁছনে, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ,মোঃ জাহিদ হাসান (১৯),পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা- মিনারা বেগম, সাং-কালনাজানী (কালাদহ বাজার), থানা-ফুলবাড়ীয়া,বর্তমান সাং-জননী ক্লিনিকের গলি বারেক মিয়া দোকান,থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহগন এ্যাম্বুলেন্স নিয়ে সমবেত হয়ে ডাকাতির জন্য সংগঠিত হওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শহর এলাকায় সংগোপনে ডাকাতি করিয়া আসছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ৩টি ধারালো লম্বা ছোরা, ১টি এ্যাম্বুলেন্স উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৬ জন আসামীদের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 JagotBangla