রাঙামাটিতে আদিবাসী পল্লী ও বৌদ্ধ মন্দিরে হামলা, হত্যা, অগ্নিসংযোগ এবং ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা, সংখ্যালঘু নেতৃবৃন্দের উপর দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়ীক সংহিংসতা ঘটনাবলী জাতিসংঘের তত্ত্ববধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবিতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখাসহ জেলা মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর শহরের দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হালদারের সভাপতিত্বে সমাবেশে রাঙামাটিতে আদিবাসী পল্লী ও বৌদ্ধ মন্দিরে হামলা, হত্যা, অগ্নিসংযোগ এবং ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা, সংখ্যালঘু নেতৃবৃন্দের উপর দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়ীক সংহিংসতা ঘটনাবলী জাতিসংঘের তত্ত্ববধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবি জানিয়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট হরেন অধিকারী, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট দীলিপ কুমার মাঝি, জেলা মহিলা ঐক্য পরিষদের পরিষদের আহবায়ক শ্রীমতি অপর্না হালদার, শ্রীমতি ঝুমুর সাহা, উপজেলা শাখার সভাপতি সুদেব মসিদ, সাধারণ সম্পাদক দীপঙঙ্কর মাতা , পলাশ মিস্ত্রী, দুর্জয় কর্মকার প্রমূখ।