পিরোজপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (নভেম্বর) সকালে জেলা যুবদলের আয়োজনে সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আলোচনা সভায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান তুষারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এ সময় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, যুগ্ম আহবায়ক সালমান জাকির প্রমূখ।